উপজেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আলোচনা সভা

বিচার বিভাগের স্বাধীনতা মানেই জনগনের স্বাধীনতা
——–অরুপ কুমার গোস্বামী
নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কুষ্টিয়া জেলা কমিটির সহযোগিতায় ও উপজেলা লিগ্যাল এইড কমিটি কুষ্টিয়া সদরের আয়োজনে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ে গতকাল সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ অরুপ কুমার গোস্বামী। তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা মানেই জনগনের স্বধীনতা। ন্যায় বিচার প্রাপ্তি একজন মানুষের অধিকার। এই অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলার মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটছে।

সরকারি খরচে অসহায় মানুষের মামলা চলবে। এতে তার নাগরিক অধিকার প্রতিষ্ঠা পেলো। বিশেষ অতিথি ছিলেন, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুন্সী মোঃ মশিয়ার রহমান, চীফ জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ তৌহিদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. অনুপ কুমার নন্দী, সাধারণ সম্পাদক এড. শেখ মোঃ আবু সাঈদ, জিপি এড. আসম আখতারুজ্জামান মাসুম, সাবেক ডেপুটি কমান্ডার হাজী রফিকুল আলম টুকু, ব্লাস্ট কুষ্টিয়া কো-অর্ডিনেটর এড. শংকর মজুমদার। সভাপতিত্ব করেন সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন চৌধুরী।

সভা পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ রাখিবুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এডিশনাল পিপি এড. শামস তানিম মুক্তি, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র নির্বাহী সদস্য ও ডেইলি নিউ নেশনের জেলা প্রতিনিধি আফরোজা আক্তার ডিউসহ আইনজীবী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আইনগত সহায়তা প্রদান বিষয়ে জেলা ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা হয়। মতবিনিময় সভায় উপস্থিতিদের মাঝেও কুইজ প্রতিযোহিতা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *