Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ফ‌রিদপু‌রে চারটি সংসদীয় আসনে নিক্সনসহ বিজয়ী যারা

ফরিদপুর প্রতিনিধি :

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি সংসদীয় আসনে নির্বাচিত হয়েছেন, ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখ‌ালী) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুর রহমান। তিনি পেয়েছেন মোট ১ লাখ ২৩ হাজার ৩৩১ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আরিফুর রহমান দোলন। তিনি পেয়েছেন ৮৪ হাজার ৯৮৯ ভোট।

ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের শাহতাব আকবর ওরফে লাবু চৌধুরী। তিনি পেয়েছেন ৮৭  হাজার ১৯৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের মো. জামাল হোসেন মিয়া পেয়েছেন ৮৫ হাজার ২৩২ ভোট।

 

ফরিদপুর-৩ (সদর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ ওরফে এ কে আজাদ।

তিনি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের শামীম হক পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট। 

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী। তিনি পেয়েছেন ১ ল‌াখ ৪৮ হাজার ৩৫ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের কাজী জাফরউল‌্যাহ। তিনি পেয়েছেন এক লাখ ২৪ হাজার ৬৬ ভোট। এ নিয়ে নিক্সন চৌধুরী তৃতীয় বারের মতো কাজী জাফরউল‌্যাহকে হারিয়ে হ‌্যাট্রিক বিজয় অর্জন করলেন। 

আজ রবিবার রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার স্বাক্ষরিত বেসরকারি ফলাফল থেকে এসব তথ্য জানানো হয়।

Exit mobile version