প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ৬:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১২, ২০২৪, ১:২৪ এ.এম
নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ
নিউজ ডেস্ক :
গত ৭ জানুয়ারির নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করে কয়েকটি মন্ত্রণালয়ে নতুন মুখ এনেছেন বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন এ মন্ত্রিসভায় স্থান পাননি বিদায়ী মন্ত্রিসভার ৩০ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ কারণে ২৮টি মন্তণালয় ও বিভাগে এসেছে নতুন মুখ।
এ ছাড়া পূর্বের মন্ত্রিসভার কয়েকজনকে মন্ত্রিসভায় রাখা হলেও পরিবর্তন করা হয়েছে মন্ত্রণালয়। পররাষ্ট্র, স্বাস্থ্য, অর্থ মন্ত্রণালয়সহ বেশকিছু মন্ত্রণালয়েই আনা হয়েছে নতুন মুখ।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে অর্থমন্ত্রী করা হয়েছে। আগে অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন আ হ ম মুস্তফা কামাল।নতুন মন্ত্রিসভায় স্থান পাননি তিনি।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন আবুল হাসান মাহমুদ। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য।