কুষ্টিয়ায় বিএনপির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়াতে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় দলীয় কার্যালয়ে রবিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
মেহেদী রুমী তার বক্তব্যে বলেন, দেশে গণতন্ত্র নেই। মানুষের মতপ্রকাশ করার অধিকার নেই। গণতন্ত্র পুনরুদ্ধারে ও একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দাবিতে বিএনপির চলমান আন্দোলন চলবে। ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এটিই আমাদের প্রত্যয়। তিরি আরো বলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করে যাব। যতদিন বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা ফিরে না আসবে, যতদিন গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়া মুক্ত না হবেন, ততদিন জাতীয়তাবাদী দল মানুষের সঙ্গে থাকবে এবং আন্দোলন করবে।


অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, দেশে কোনো আইনের শাসন নেই। নেই কোনো জবাবদিহিতা। শেয়ারবাজার, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে কিন্তু সরকারের কোনো ভ্রূক্ষেপ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। দ্রব্যমূল্য লাগামহীন, সড়কে দুর্ঘটনায় প্রতিনিয়ত সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে, খুন, গুম, ধর্ষণ বেড়েই চলেছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় তারা ব্যর্থ। বিরোধী রাজনীতি ও ভিন্ন মতকে বর্তমান সরকার নিশ্চিহ্ন করতে চায়। সে জন্য সব ধরনের চক্রান্ত্র ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তিনি বলেন, জাতির চরম দুঃসময়গুলোতে জিয়াউর রহমান দেশ ও জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন।


জেলা বিএনপির এ্যাড.শামীম উল হাসান অপুর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ আমজাদ আলী, আব্দুল আজিজ খান, মহাসিন রেজা, লিয়াকত আলী, যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, আব্দুর রাজ্জাক বাচ্চু, একে বিশ্বাস বাবু, মিরপুর ইপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক, দৌলপুর উপজেলা বিএনপির বিএনপির সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল, খোকসা পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান রাজু, কুমারখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মনোয়ার হোসেন, খোকসা থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ মনিরুজ্জামান কাজল, ভেড়ামারা বিএনপি নেতা সাবেক ভিপি নুরুজ্জামান নুরু, ভোড়ামারা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান আলী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এসআর শিপন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *