নিউজ ডেস্ক : কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আদাবাড়ী হইতে ডাংমড়কাগামী পাঁকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ আসাদুল ইসলাম (৩৮), পিতা-মৃত রব্বান শেখ, সাং-প্রাগপুর রগুনাথপুর, আসামী ২। নসিমন ড্রাইভার মোঃ লালন (২৫), পিতা-আহম্মদ, সাং-গড়–লা মিস্ত্রীপাড়া উভয় থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদ্ধয়ের নিকট হতে ৯৭ বোতল ফেন্সিডিল, ০৩টি মোবাইল, ০৬টি সিমকার্ড ও নগদ ২০০/- টাকাসহ গ্রেফতার করেন। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মামলা দায়ের হয়েছে।
Posted in সমগ্র জেলা
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ০২ জন আসামী গ্রেফতার
September 2, 2019