

নিউজ ডেস্ক : কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আদাবাড়ী হইতে ডাংমড়কাগামী পাঁকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ আসাদুল ইসলাম (৩৮), পিতা-মৃত রব্বান শেখ, সাং-প্রাগপুর রগুনাথপুর, আসামী ২। নসিমন ড্রাইভার মোঃ লালন (২৫), পিতা-আহম্মদ, সাং-গড়–লা মিস্ত্রীপাড়া উভয় থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদ্ধয়ের নিকট হতে ৯৭ বোতল ফেন্সিডিল, ০৩টি মোবাইল, ০৬টি সিমকার্ড ও নগদ ২০০/- টাকাসহ গ্রেফতার করেন। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মামলা দায়ের হয়েছে।