Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

মিরপুর প্রেসক্লাবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের মতবিনিময়


কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া প্রেসক্লানে নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে ক্লাব কর্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা। এতে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি গাজী মাহাবুব রহমান, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু।

মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের পরিচালনায় এ সময়ে কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ বিশ্বাস, অর্থ-সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদী হাসান শিপলু, এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক নূর আলম দুলাল, একুশে টিভি জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন রানা, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম রাশেদ, মোহনা টিভি জেলা আকরাম হোসেন, এলজিইডি’র সাবেক প্রকৌশলী নজরুল ইসলাম, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুস সালাম, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সহ-সভাপতি কাঞ্চন কুমার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহমেদ, সাবেক সহ-সভাপতি নূরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version