Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

পাসপোর্ট-বোর্ডিং পাস ছাড়াই লন্ডন থেকে পৌঁছলেন নিউইয়র্কে

অনলাইন ডেস্ক :

 

এক ব্যক্তি কোনো পাসপোর্ট বা বোর্ডিং পাস ছাড়াই বিমানে চড়ে লন্ডন থেকে নিউ ইয়র্কে গেছেন। অভিযোগ দায়েরের পর তাঁর আদালতে হাজির হওয়ায় কথা ছিল। কিন্তু তিনি এতে ব্যর্থ হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৮টায় লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রিচমন্ড থেকে ক্রেগ স্টার্টকে গ্রেপ্তার করা হয়।
বিবিসির বরাত দিয়ে এনডিটিভি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, বার্কশায়ার কাউন্টির স্লফ শহরের ৪৬ বছর বয়সী এই বাসিন্দার বিরুদ্ধে অভিযোগ, তিনি গত বছরের ২৩ ডিসেম্বর পাসপোর্ট বা বোর্ডিং পাস ছাড়াই ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে চড়ে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছেন।

 

গণমাধ্যমটি আরো জানিয়েছে, নিউ ইয়র্কের বিমানবন্দরে পৌঁছনোর পর ওই ব্যক্তিকে আটকিয়ে যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিমান চলাচল নিরাপত্তা আইনে প্রতারণা ও অপরাধের অভিযোগ আনা হয়।

২৫ ডিসেম্বর স্থানীয় সময় রাত আনুমানিক ৮টায় তাঁকে মূলত হেফাজতে নেওয়া হয় এবং ফিরতি ফ্লাইটে তাঁকে লন্ডনে ফেরত পাঠানো হয়। 

ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, ওই ব্যক্তি কর্তৃপক্ষকে তদন্তে সহায়তা করছেন। হিথ্রো বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, যাঁরা বিমানবন্দরের ভেতরে বিমানের কাছাকাছি এলাকায় যান, তাঁদের সবাইকে নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হয়। অভিযুক্ত ব্যক্তির জন্যও এ নিয়ম প্রযোজ্য।কর্তৃপক্ষকে এ বিষয়ে চলমান তদন্তে সহায়তা করা হচ্ছে।

Exit mobile version