

অনলাইন ডেস্ক : চীনের একটি প্রাথমিক স্কুলে এক ব্যক্তি ছুড়ি দিয়ে ছাত্রদের ওপর হামলায় চালিয়েছে। দেশটির হুবেই প্রদেশে সংঘটিতে এই হামলায় ৮ শিশু নিহত হয়েছে। এতে আরও দুই শিশু আহত হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় ওই হামলায় চালানো হয়।
হুবেইর এনশি শহরের চাওইয়াংপো এলিমেন্টারি স্কুলে ওই হামলা চালানো হয়েছে।
জানা গেছে, গ্রীষ্মের ছুটির পর সোমবারই শিশুরা প্রথম স্কুলটিতে গিয়েছিল। সকালে শিশুরা যখন স্কুলে উপস্থিত হচ্ছিল, সে সময় হামলায় চালায় ইউ (৪০) নামের এক ব্যক্তি। হামলাকারীকে আটক করেছে পুলিশ।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় পার্টির কমিটি ও সরকার উদ্ধারকাজ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। শিশুরা যাতে হামলার ভীতিকর অভিজ্ঞতা কাটিয়ে উঠতে পারে, সেজন্য তাদেরকে কাউন্সেলিং করাচ্ছে স্থানীয় সরকার।
এদিকে, হামলার বিষয়ে চীনের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে ‘স্কুল ক্রিমিনাল কেইস ইন হুবেই’ হ্যাশট্যাগ দিয়ে একটি বিবৃতি দেয় পুলিশ। আজ মঙ্গলবার সকালে পোষ্টটি আবার সরিয়ে নেয়া হয়। পোষ্টটি সরিয়ে নেয়ার আগেই ১২ কোটি বার দেখা হয়েছে।