Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভারতে প্রথম নদীর নিচ দিয়ে চালু হলো মেট্রোরেল

অনলাইন ডেস্ক :

 

ভারতে এই প্রথম কোনো নদীর নিচ দিয়ে মেট্রো রেল পথের সূচনা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

বুধবার সকালে কলকাতার ধর্মতলার এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে এই মেট্রোরেল পরিষেবার সূচনা করেন তিনি।

 

হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে গঙ্গা নদীর নিচ দিয়ে এসপ্ল্যানেড স্টেশন পর্যন্ত যাবে এই মেট্রোরেল। উল্লেখ্য, হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে এসপ্ল্যানেড স্টেশন পর্যন্ত দূরত্ব ৪.৮ কিলোমিটার এর মধ্যে ৫২০ মিটার লাইন গেছে পানির তলা দিয়ে। সেক্ষেত্রে ভারতে রেল পরিষেবায় এক নতুন ইতিহাস তৈরি হলো।

 

এদিন সবুজ পতাকা নাড়িয়ে ধর্মতলার এসপ্ল্যানেড মেট্রোরেল চালুর সূচনা করেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি দেশজুড়ে আরো কয়েকটি মেট্রো পরিষেবার সূচনা করেন মোদি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, দলের সাংসদ সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ রেলের শীর্ষ কর্মকর্তারা।

 

রেল প্রকল্প উদ্বোধনের পর স্কুল শিক্ষার্থীদের সাথে গঙ্গার নিচ দিয়ে মেট্রো রেলে চড়েন মোদি। ধর্মতলার এসপ্লানেট থেকে হাওড়া ময়দান মেট্রো স্টেশন পর্যন্ত সফর করেন তিনি।

Exit mobile version