Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ার ভেড়ামারায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় লিখন তানজীদ (২৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (৫মার্চ) বিকেলে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত লিখন তানজীদ মিরপুর উপজেলার নওদা খাড়ারা গ্রামের তছি বিশ্বাসের ছেলে।

 

আদালত সূত্র জানায়, ১৩ বছরের এক কিশোরীকে বিয়ের প্রস্তাব দেয় লিখন তানজীদ। অপ্রাপ্ত বয়স হওয়ায় কিশোরীর পরিবার সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই কিশোরীকে অপহরণ করে লিখন।

 

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালের ৩১ জুলাই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

 

কুষ্টিয়া জজ কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version