Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ইবি ৪০ দিনের ছুটিতে, চলবে পরীক্ষা বিভাগ চাইলে

ইবি প্রতিনিধি :

 

রমজান, শবেকদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে আগামী সোমবার (১১ মার্চ) থেকে ৪০ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। ছুটিতে শ্রেণিকার্যক্রম বন্ধ থাকলেও ৬ এপ্রিল পর্যন্ত দপ্তরসমূহ খোলা থাকবে। এবং ছুটি চলাকালীন বিভাগগুলো বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নিতে পারবে। 

 

রবিবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে দেওয়া অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

 অফিস আদেশে বলা হয়, ১১ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে ছুটি চলাকালীন দিনগুলোতে (ক্যালেন্ডারের লাল কালি ব্যতীত) কোন বিভাগ পরীক্ষা নিতে চাইলে পরিবহন অফিসে রিকুইজিশন দিয়ে গাড়ির ব্যবস্থা করতে হবে। রমজান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিস সময় আধা ঘণ্টা কমানো হয়েছে। 
নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে।এছাড়া ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পরিবহনের সূচিতেও পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ।
Exit mobile version