Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, চার দোকানকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় মিষ্টির দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার রেলবাজারে এই ভেজালবিরোধী অভিযান চালানো হয়। এ সময় নোংরা পরিবেশে মিষ্টি তৈরির জন্য চার প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক মডার্ন দই ঘর, কুমারখালি দই ভান্ডার, বনফুল সুইটস, রাজলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের মালিককে ২০ হাজার করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল মারুফ ও ভোক্তা অধিকার অধিদফতরের কুষ্টিয়ার সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান অভিযানের নেতৃত্ব দেন।

ভ্রাম্যমাণ আদালতের টিম মিষ্টি তৈরির কারখানায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ ও বেশ কয়েকদিন আগের পচা বাসি মিষ্টি এবং তৈরিকৃত দই-মিষ্টিতে মশা-মাছি, পোকা দেখতে পায়। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, অস্বাস্থ্যকর পরিবেশে নোংরা ও পচা দ্রব্যসামগ্রী দিয়ে মিষ্টি তৈরি করে বিক্রি করা যায় তা বিশ্বাস করা কষ্টকর। যদি ন্যূনতম দায়বদ্ধতা থাকত তাহলে এভাবে তারা মিষ্টি উৎপাদন করত না।

Exit mobile version