অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার কথা উড়িয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
দেশটির সরকারি ওয়েবসাইটে তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, নীতিগতভাবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চায় না। নীতিগতভাবে ইরান এ ধরণের আলোচনার বিরোধিতা করছে।প্রসঙ্গত, গত ২০১৫ সালে করা ইরানের পরমাণু চুক্তির সূত্র ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সব নিষেধাজ্ঞা তুলে নিলেই কেবল তাদের সাথে আলোচনা সম্ভব।
ইরান এবং জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্য ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এবং জার্মানির দীর্ঘদিনের সম্মিলিত আলোচনার ফসল ছিল এই চুক্তি। কিন্তু গতবছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিক এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিলে ইরানের সাথে উত্তেজনা শুরু হয়।
দু’দেশের তীব্র উত্তেজনাময় পরিস্থিতি সামলাতে এগিয়ে আসে ফ্রান্স। গতমাসে জি-৭ সম্মেলন চলাকালে রুহানি ও ট্রাম্পের মধ্যে বৈঠক আয়োজনের আশ্বাস দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।