অনলাইন ডেস্ক : ওয়াকার ইউনিস। এক সময়কার বিশ্বের সেরা ফাস্ট বোলার ছিলেন তিনি। পাকিস্তান দলকেও নেতৃত্ব দিয়েছেন। ক্রিকেট ছাড়ার পর ২০০৬ সালে তিনি পাকিস্তানের বোলিং কোচ থেকে যোগ দেন। পরবর্তীতে হেড কোচের দায়িত্ব পান তিনি। তবে ২০১৬ সালের এপ্রিলে কোচের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান। প্রায় ৩ বছর পর আবারও পাকিস্তানের কোচের ভূমিকায় দেখা যাবে তাকে। তবে এবার আর হেড কোচ নয়, বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আর প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে ওয়াকারের শিষ্য মিসবাহ উল হককে।
২০১৪ সালের মে থেকে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত সময়ে মিসবাহ ছিলেন পাকিস্তানের অধিনায়ক আর ওয়াকার ছিলেন প্রধান কোচ। এবার প্রধান কোচের ভূমিকায় মিসবাহ আর হেড কোচ থেকে সহাকারী কোচের ভূমিকায় ওয়াকার।