কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুরের শ্যামনগরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জোসনা খাতুন (৫৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকার বিআইএইচএস জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান।
নিহত জোসনা খাতুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর গ্রামের আসাদুজ্জামান মঙ্গল মন্ডলের স্ত্রী।
জোসনা খাতুনের ছেলে সেলিম উদ্দিন তার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শুক্রবার (৩০ আগস্ট) মেডিকেল পরীক্ষার মাধ্যমে তার মায়ের ডেঙ্গু রোগে আক্রান্তের বিষয়টি তারা জানতে পারেন।
স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর তার অবস্থার অবনতি হলে রবিবার (১ সেপ্টেম্বর) তাকে ঢাকার বিআইএইচএস জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান। জোসনা খাতুনের লাশ গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে বলে জানান তার ছেলে সেলিম।
উল্লেখ্য, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ছাড়ারপাড়া গ্রামে মহামারী আকারে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। ওই গ্রামের একটি পাড়ায় ৭০ পরিবারে ৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এছাড়াও ওই গ্রামের পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামে আরও ১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।