ডিপি ডেস্ক :
বান্দরবানে সোনালী ব্যাংকের রুমা শাখায় লুট করার সময় অপহৃত ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বান্দরবানের রুমা বাজার এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
ব্যাংক কর্মকর্তাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. দিদারুল আলম। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হয়নি। প্রশাসনের পক্ষ থেকে পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
গত মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে ডাকাতি করা হয়। এ সময় ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন নিজাম উদ্দিন। তিনি ব্যাংকের পাশে মসজিদে তারাবির নামাজ আদায় করছিলেন। ওই সময় ব্যাংকে ভল্টের চাবি জন্য চার-পাঁচ জন সন্ত্রাসী অস্ত্র ঠেকিয়ে তাকে মসজিদ থেকে ডেকে নিয়ে আসে। পরে ভল্টের চাবি নিয়ে নেয় সন্ত্রাসীরা। তবে ভল্টে থাকা ১ কোটি ৫৯ লাখ টাকা নিতে না পেরে নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। এদিকে, র্যাবের সদরদপ্তর থেকে ম্যানেজারকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.