Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ফেসবুক সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক

অনলাইন ডেস্ক :

 

প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ফেসবুকের টাইমলাইনে ত্রুটি ঠিক হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে স্বাভাবিক ভাবেই ফেসবুক ব্যবহার করা যাচ্ছে। এর আগে, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফেসবুকে নিজের বা বন্ধুর প্রোফাইলে ‘নো পোস্ট অ্যাভেইলেবল’ দেখাচ্ছিল। 

 

তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার নিউজরুম থেকে এই ত্রুটি সম্পর্কে কিছুই জানানো হয়নি। ওয়েবসাইট ও পরিষেবার অবস্থা সম্পর্কে তথ্য প্রদানকারী অনলাইন মাধ্যম ডাউন ডিটেক্টরে এমন সমস্যা নিয়ে মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় সাড়ে ৫শ ব্যবহারকারী রিপোর্ট করেছেন।

 

ডাউন ডিটেক্টরে এ বিষয়ে তারা বলেছেন, ‘সকাল থেকে ফেসবুক প্রোফাইলে কোন পোস্ট দেখা যাচ্ছে না। আমার সব পোস্ট কি ফেসবুক মুছে ফেলেছে?’

 

উল্লেখ্য, সাম্প্রতিক মাঝেমধ্যেই ফেসবুকে কারিগরি ত্রুটি দৃশ্যমান হচ্ছে। কয়েক ঘণ্টার ব্যবধানে আবার তা স্বাভাবিকও হয়ে যায়। খবরে প্রকাশ, চলতি বছর ইনস্টাগ্রাম ও ফেসবুক মাধ্যমে কয়েক দফায় ব্যবহারকারীরা ত্রুটির সম্মুখীন হয়েছেন।

 

 

Exit mobile version