কুষ্টিয়ায় সাবেক ছাত্রনেতা আল ফিরোজ হরলেন স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, নব্বইয়ের সৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা আল ফিরোজ হরলেন এর স্মরণে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগের,ছাত্রলীগের উদ্যোগে গতকাল আমলাপাড়া ৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাাঠে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা আতাউর রহমান আতা।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক ডাঃ আমিনুল হক রতন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আ স ম আখতারুজ্জামান মাসুম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. অনুপ কুমার নন্দী, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মতিউর রহমান লাল্টু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুল হক পুলক, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, সদস্য মোমিনুর রহমান মোমিজ, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু, জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার, সাধাারণ সম্পাদক সাদ আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুর রহিম পল্লব, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ মতিয়ার রহমান মতি, ইনামুল হক বাবু, নুরুজ্জামান বিশ্বাস জনি প্রমূখ।


৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি সাদেক হোসেন মন্টুর সভাপতিত্বে শোক সভায় বক্তারা বলেন, আল ফিরোজ হরলেনের মত ত্যাগী এবং পরীক্ষিত নেতা আর আসবে কি না সন্দেহ। তবে তার পরিবারের পাশে দাঁড়িয়ে সন্তানদের লেখাপড়াসহ সার্বিক সহযোগিতা করলেই তার আত্মা শান্তি পাবে। সবশেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা তরিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *