

অনলাইন ডেস্ক :
প্রতিবেদনে বলা হয়েছে, ভুটান, মঙ্গোলিয়া, অস্ট্রেলিয়া, মাদাগাস্কার, ফিজি, কিরগিজ প্রজাতন্ত্র, রাশিয়া, তিউনিশিয়া, কম্বোডিয়া, নেপাল, ফিলিপাইন, শ্রীলঙ্কা, বাংলাদেশ, জিম্বাবুয়ে, জর্জিয়া, চিলি, উজবেকিস্তান, মালদ্বীপসহ নানা দেশ থেকে প্রতিনিধিরা ভারতে যাচ্ছেন। এ ছাড়া ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমের (আইএফইএস) সদস্যরাও থাকবেন এই প্রতিনিধিদলে।
কমিশন জানিয়েছে, শনিবারই এই প্রতিনিধিদল ভারতে পৌঁছবে।
নির্বাচন চলাকালীন নির্বাচনী প্রতিনিধিরা দেশের ছয়টি রাজ্যে যাবেন। মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, মধ্য প্রদেশ, গোয়া ও উত্তর প্রদেশের বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন তারা। কিভাবে নির্বাচন করানো হচ্ছে, প্রস্তুতি ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন নির্বাচনী প্রতিনিধিরা।