কুষ্টিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ (অনুর্ধ্ব ১৭) ফুটবল টুর্ণামেন্টর শুভ উদ্বোধন


কুষ্টিয়া প্রতিনিধি : নিয়মিত খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে
অপরাধ প্রবণতা থেকে দূরে রাখতে হবে
——ডিসি মোঃ আসলাম হোসেন
জনপ্রিয় ফুটবল খেলার হারানো ঐহিত্যকে ফিরিয়ে আনতে, তরুন-যুবকদের মাদক থেকে খেলার মাঠমুখি করতে বর্তমান সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব ১৭ এর আয়োজন করেছে। একই সাথে মেয়েদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর স্মরণে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের অনুর্ধ্ব ১৭ এর উদ্যোগ নিয়েছে। কুষ্টিয়া সদর উপজেলার আয়োজনে ইউনিয়ন পর্যায়ে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল কুষ্টিয়া ষ্টেডিয়ামে প্রধান বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন একথা বলেন।

তিনি আরও বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে অপরাধ প্রবণতা থেকে দূরে রাখতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিজ্ঞ পিপি এড. অনুপ কুমার নন্দী, জিলা স্কুলের প্রধান শিক্ষক ইফতে খাইরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোশাররফ হোসেন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী নিশান, পল্লী বিদ্যুতের সভাপতি সাইফুদ দৌলা তরুনসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *