কুষ্টিয়া প্রতিনিধি :
শ্রমিক মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও মহান মে দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বুধবার (১ মে) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। এতে জেলা প্রশাসন, আলিঞ্চক শ্রম দপ্তর এবং কুষ্টিয়ার শ্রম কল্যাণ কেন্দ্র অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা, পুলিশ সুপার এম এ রকিব, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া আঞ্চলিক শ্রম দপ্তররে উপ-পরিচালক জহিরুল হোসনেরে সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রশাসক মো. এহেতেশাম রেজা। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আজগর আলী সহ শ্রমকি সংগঠনরে নেতৃবৃন্দ। সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মহান মে দিবস উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠন বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.