Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ার মিরপুরে নছিমনের ধাক্কায় ব্যবসায়ী নিহত

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার মিরপুরে নছিমনের ধাক্কায় শাজাহান আলী (৪৮) নামে একজন সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে মিরপুর উপজেলার চেয়ারম্যান রোডে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শাজাহান আলী মিরপুর উপজেলার নওয়াপাড়া জুগিপোল এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

 

মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ জানান, শাজাহান আলী মোটরসাইকেল যোগে মিরপুর থেকে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। চেয়ারম্যান রোডে এলাকায় গরুবোঝাই ইঞ্জিন চালিত দ্রুতগামী নছিমন মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

 

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মোটরসাইকেল চালক ব্যবসায়ী শাজাহান আলী গুরুতর আহত হোন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় শাজাহান আলীর মৃত্যু হয়।

Exit mobile version