Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত গণমাধ্যম কর্মীর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত শরিফুল ইসলাম শরিফ (৩৫) নামে এক গণমাধ্যম কর্মীর মৃত্যু হয়েছে।

 

২৬ এপ্রিল, শুক্রবার ভোর ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

নিহত শরিফ মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের গেটপাড়া গ্রামের মৃত নাদের আলী মণ্ডলের ছেলে।

 

শরিফ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদ পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি ছিলেন।

 

নিহতের পরিবার সূত্রে জানায়, গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে যোগে বাড়ি ফিরছিলেন শরিফুল ইসলাম শরিফ। কুষ্টিয়া-মেহেরপুর সড়কের তাঁতি বন্ধ এলাকার জেটিআইয়ের সামনে ব্যাটারি চালিত পাখিভ্যানের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

 

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মারা যান। নিহত শরিফের স্ত্রী ও একটি পুত্র সন্তান রয়েছে।

Exit mobile version