কুষ্টিয়া ইজিবাইক শ্রমিক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়া ইজিবাইক শ্রমিক লীগের( জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত) আলোচনা সভা অনুষ্ঠিত।।গতকাল সংগঠনটির কার্যালয় হরিশংকরপুর এ আলোচনা সভা টি অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা ইজিবাইক শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন ও পরিচালনা করেন সংগঠন টির সাধারণ সম্পাদক নিজামুদ্দিন এসময় তারা বলেন সকল ইজিবাইক মালিক চালক এক হয়ে একটি বিষয় নিশ্চিত করতে হবে আর তা হলো যেকোনো মূল্যে এবং সুশৃংখল উপায়ে শহরকে যানজট মুক্ত করতে হবে। এক্ষেত্রে প্রশাসন বিশেষ করে ট্রাফিক সদস্য ভাইদের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা নিতে হবে, প্রয়োজনে কমিউনিটি ট্রাফিক পুলিশ গঠন করতে হবে

এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সজল, দপ্তর সম্পাদক হামিদ উদ্দিন সহ অন্যান্যরা,এসময় তারা বলেন সকলেই একমত পোষণ করে শহরের যানজট নিরসনে আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে। এছাড়াও বহিরাগত ইজিবাইক শহরে অনুপ্রবেশ বন্ধ করতে হবে। তাছাড়া জানজট মুক্ত শহর জনগণকে উপহার দেওয়া সম্ভব নয় এসময় সংগঠনের নেতারা আরও বলেন শহরের যানজট নিরসনে ইতিমধ্যেই অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, আমাদের সকলের সিদ্ধান্ত মোতাবেক খুব শীঘ্রই সেগুলো বাস্তবায়ন করা হবে তাই আমরা সমাজের সকল মহলের সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *