কুষ্টিয়ায় নৌকা ভ্রমণের আড়ালে চলছে অসামাজিক কার্যকলাপ ও প্রকাশ্য মাদক সেবন

কু্ষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়াতে চলতি বর্ষা মৌসুমে নৌ ভ্রমণ ও ভূরিভোজনের আড়ালে চলছে অসামাজিক কার্যকলাপ প্রকাশ্য মাদক সেবন। দিনে-রাতে প্রকাশ্য চলা এ সব কর্মকাণ্ড বন্ধ করতে আন্তরিকতা দেখা যায়নি পুলিশসহ জেলা ও উপজেলা প্রশাসনের। ক্ষুব্ধ নদী পাড়ের বাসিন্দা ও ভ্রমণ পিপাসুরা।

সরেজমিনে দেখা যায় কু্ষ্টিয়া হরিপুর শেখ রাসেল সেতু এলাকা, তালবাড়িয়া ঘাট, কুমারখালীর যদুবযরা, খোকসা, নদীতে দেখা গেছে, বেশিরভাগ ভ্রমণের নৌকার সামনে দৃষ্টিকটু পোশাকে নাচছেন নর্তকীরা। সিনেমা স্টাইলে তাদের সঙ্গ দিচ্ছেন হিজরা ,যুবক ও তরুণেরা। ছাউনির ভেতরেও চলছে নাচ। সেখানকার পরিবেশটা আরও লজ্জাজনক। তবে অন্য একটি নৌকার কাছাকাছি আসতেই নর্তকীরা সামনের অংশে থেকে দ্রুত চলে যাচ্ছেন ছাউনির ভেতরে।

খোঁজ নিয়ে জানা গেলো, কথিত এ সব নর্তকীরা মূলত যৌনকর্মি ও হিজরা। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এদের মোটা অংকের টাকা দিয়ে আনা হচ্ছে। অভিযোগ আছে, দিনে নাচের মাধ্যমে ‘আনন্দ’ দিলেও রাতে ঘটছে অসামাজিক কার্যকলাপ।

এ ধরণের নৌকা গুলো বেশিরভাগ অংশ কৌশলে পর্দা দিয়ে ঢেকে রাখছেন নৌকার মালিকরা।

নদী পাড়ের এলাকাবাসী ও ভ্রমণ পিপাসুদের দাবি, এই সকল অসামাজিক কার্যকলাপ রুখতে স্হানীয় প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *