

অনলাইন ডেস্ক :
আসছে ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমাটি। এর টিজার প্রকাশ পেয়েছে আজ।
৭ মে, মঙ্গলবার বিকেলে শাকিবের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুফান’ সিনেমার টিজার প্রকাশ করা হয়েছে।
‘তুফান’ সিনেমার এ টিজারের সময়সীমা ১ মিনিট ২১ সেকেন্ড। শাকিবকে এ টিজারের শুরুতেই অস্ত্র হাতে দেখা যায়।
টিজারে শাকিবকে অস্ত্র হাতে সব কিছু তছনছ করতে দেখা যায়। টিজারের শেষে চঞ্চল চৌধুরীরও দেখা মেলে।
টিজারে চঞ্চলকে অট্টহাসি দিয়ে বলতে শোনা যায়, ‘তুফান, খুব ভয় পাইছি রে হেহেহেহে….’। এ সংলাপের শেষেই আরও একবার বিধ্বংসী রূপে শাকিব উপস্থিত হন।
এ প্রজন্মের আলোচিত নির্মাতা রায়হান রাফী পরিচালিত দুই বাংলার যৌথ প্রযোজনার ‘তুফান’ সিনেমাটি তৈরি হচ্ছে। এতে মূল চরিত্রে রূপদান করেছেন শাকিব খান। তার বিপরীতে মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলাকে দেখা যাবে।
অন্যদিকে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীসহ আরও অনেক তারকার দেখা মিলবে এ সিনেমায়।