Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

টি-টোয়েন্টিতেও ৪ বলে ৪ উইকেট নিলেন মালিঙ্গা

অনলাইন ডেস্ক : সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চার বলে চার উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা। এর আগে তিনি ওয়ানডেতেও একমাত্র বোলার হিসেবে চার বলে ৪ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন।

শুক্রবার শ্রীলঙ্কার পাল্লেকেলেতে নিজের দ্বিতীয় ওভারের শেষ চার বলে চার উইকেট নেন মালিঙ্গা। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে টানা চার বলে চার উইকেট নেন তিনি। যাকে বলা হয় ‘ডাবল হ্যাটট্রিক’।এর আগে তিনি ২০০৭ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন। তবে সেটা ছিল দুই ওভারে।

ম্যাচের শুরুতে কিউই ওপেনার কলিন মুনরোকে বোল্ড করে টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ১০০তম উইকেটের মাইলফলক গড়েন মালিঙ্গা। এরপর একে একে বিদায় করেন রাদারফোর্ড, কলিন ডি গ্র্যান্ডহোম ও রস টেইলর। 

এটি মালিঙ্গার দ্বিতীয় হ্যাটট্রিক। টি-টোয়েন্টিতে দু’টি হ্যাটট্রিকের কীর্তি নেই আর কারো। এটি টি-টোয়েন্টির ইতিহাসে পঞ্চম হ্যাটট্রিকের ঘটনা। প্রথম হ্যাটট্রিকের মালিক সাবেক অজি ফাস্ট বোলার ব্রেট লি। এই কীর্তি তিনি গড়েছিলেন বাংলাদেশের বিপক্ষে, ২০০৭ সালে। 

Exit mobile version