প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৫, ৭:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৪, ১০:৫৪ পি.এম
গাজীপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন
ডিপি ডেস্ক :
গাজীপুরের শ্রীপুরে আন্তঃনগর ট্রেন যমুনা এক্সপ্রেসের ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির সময় ঘটনাটি ঘটে। আগুন লাগার প্রায় ১০ মিনিটের মধ্যে ট্রেনের অগ্নিনির্বাপণ ব্যবস্থায় তা নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহত হয়নি।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, ইঞ্জিনের হুইলে আগুন লাগে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় ইঞ্জিনের বড় কোনো ক্ষতি হয়নি। তবে আগুন লাগায় ৪০ মিনিট বিলম্বে ট্রেনটি এ স্টেশন থেকে ছেড়ে যায়।
স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষমাণ যাত্রী জয়নাল আবেদীন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিনের ওপর আগুন জ্বলতে দেখা যায়।
টের পেয়ে অনেক যাত্রী চিৎকার শুরু করে। পরে ট্রেনের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় প্রায় ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ট্রেনটি এক নম্বর লাইনে প্রবেশ করে। ট্রেনটি প্রবেশের মুহূর্তে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীসহ ট্রেনের অনেক যাত্রী ‘আগুন-আগুন’ বলে চিৎকার শুরু করে।
তাৎক্ষণিক ট্রেনের অগ্নিনির্বাপণ ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছার আগেই আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বেলাল আহমেদ বলেন, সেখানে পৌঁছার আগেই আগুন নিভে যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.