যুক্তরাষ্ট্রে ইংলিশ লিগ কিংবা মধ্যপ্রাচ্যে লা লিগা

অনলাইন ডেস্ক :

 

কেমন হয় যদি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী শেষ দিনের ম্যাচটা হয় যুক্তরাষ্ট্রে। কিংবা লা লিগার লড়াইয়ে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা মুখোমুখি হয় সেখানে কিংবা মধ্যপ্রাচ্যে। ইউরোপের এই জনপ্রিয় ক্লাবগুলো ইউরোপের বাইরে এশিয়া বা আমেরিকায় প্রীতি ম্যাচ খেলছে। স্পেন বা ইতালির কাপ ফুটবলও হয়েছে মধ্যপ্রাচ্যে।

তা থেকে প্রচুর মুনাফাও হচ্ছে। কিন্তু লিগের ম্যাচে সেই দেশের বাইরে কোথাও হওয়ার কথা কি ভাবা যায়! 

ফিফা কিন্তু এমন কিছুই ভাবছে। এই সংক্রান্ত ১০ থেকে ১৫ টি ওয়ার্কিং গ্রুপও গঠন করতে যাচ্ছে তারা এর সম্ভাব্যতা যাচাইয়ের। স্প্যানিশ লিগ বা ইংলিশ লিগের তুমুল জনপ্রিয়তাই যুক্তরাষ্ট্রের অনেক সম্প্রচার প্রতিষ্ঠানকে আগ্রহী করে তুলেছে এইসব লিগের ম্যাচ সেখানে আয়োজন করতে।

লা লিগাও আগ্রহী ২০২৫ সালের মধ্যে উত্তর আমেরিকায় ম্যাচ আয়োজন করতে। ফিফা দেখতে চাইছে সেক্ষেত্রে দর্শক-সমর্থকরা এটি কিভাবে নেবে, প্রতিযোগিতার ভারসাম্য তাতে নষ্ট হবে কিনা কিংবা ম্যাচ হলেও সেটি কতগুলো হতে পারে। বিবৃতিতে বলা হয়েছে, ফিফার নতুন কমিটি ‘এই সব তথ্য, উপাত্ত সংগ্রহ ও বিচার বিশ্লেষণ করে ফিফা কাউন্সিলে তাদের মতামত জানাবে, যাতে করে এ নিয়ে নতুন নিয়ম তৈরী করা যায়।’ 

প্রিমিয়ার কিংবা লা লিগা ক্লাবগুলো এ নিয়ে আগ্রহী আগে থেকেই।

ফিফাই এতদিন এই সুযোগটা বন্ধ করে রেখেছিল। সেই ২০০৮ সালেই ইংলিশ প্রিমিয়ার ‘৩৯ তম ম্যাচ’ নামে অতিরিক্ত একটা রাউন্ড আয়োজন করতে আগ্রহী ছিল ইংল্যান্ডের বাইরে। ফিফার অনুমোদন না পাওয়াতেই সেটা সে সময় হয়নি। এখন ফিফাই নতুন করে ভাবছে তা। এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *