ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ক্ষুদ্র নূ গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বাসগৃহ হস্তান্তর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ও শিক্ষাবৃত্তি চেক বিতরণ করেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এহেতেশাম রেজা।
রবিবার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে দাসপাড়া গ্রামে ভেড়ামারা উপজেলা প্রকল্প ও দুর্যোগ ব্যবস্থাপনা আয়োজনে ২০২৩ ও ২৪ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) ক্ষুদ্র নৃ গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বাসগৃহ হস্তান্তর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এহেতেশাম রেজা, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ভেড়ামারা মহসিন আল মুরাদ, বক্তব্য রাখেন, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক, উপজেলা প্রকল্প কর্মকর্তা শহীদুল্লা ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, আহাদ সরকার, সাদ্দাম হোসেন, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের মেম্বারগণ উপস্থিত ছিলেন।উল্লেখ্য দশজন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ ও ২৫ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.