দৌলতপুরে ৮৯ বোতল ফেনসিডিল সহ আটক ২

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার দৌলতপুরে র‌্যাবের অভিযানে ৮৯ বোতল ফেনসিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

 

সোমবার দিবাগত রাত ১.৫০টায় উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারানপুর এলাকায় অভিযাান চালিয়ে মাদক সহ আবু বক্কর সিদ্দিক ওরফে হৃদয় সিকদার (২২) ও পাপ্পু মোল্লা (২৮) কে আটক করা হয়।

 

এরা রাজবাড়ী জেলার সদর উপজেলার বাজিতপুর গ্রামের জসিম সিকদার ও ওয়াজেদ মোল্লার ছেলে।

 

র‌্যাব সূত্র জানায়, অভিনব কায়দায় ট্রাকে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল নারানপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়।

 

এসময় ট্রাকে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারকালে ৮৯ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক ওরফে হৃদয় সিকদার ও পাপ্পু মোল্লা কে আটক করে র‌্যাব। এরা দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে মাদক ব্যবসা ও মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানায়।

 

পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *