দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে র্যাবের অভিযানে ৮৯ বোতল ফেনসিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
সোমবার দিবাগত রাত ১.৫০টায় উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারানপুর এলাকায় অভিযাান চালিয়ে মাদক সহ আবু বক্কর সিদ্দিক ওরফে হৃদয় সিকদার (২২) ও পাপ্পু মোল্লা (২৮) কে আটক করা হয়।
এরা রাজবাড়ী জেলার সদর উপজেলার বাজিতপুর গ্রামের জসিম সিকদার ও ওয়াজেদ মোল্লার ছেলে।
র্যাব সূত্র জানায়, অভিনব কায়দায় ট্রাকে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল নারানপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়।
এসময় ট্রাকে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারকালে ৮৯ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক ওরফে হৃদয় সিকদার ও পাপ্পু মোল্লা কে আটক করে র্যাব। এরা দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে মাদক ব্যবসা ও মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে র্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানায়।
পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.