

নাটোর প্রতিনিধি :
নাটোর শহরের কান্দিভিটুয়া বটতলা এলাকায় চলন্ত মোটরসাইকেলে মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় মো. রিয়াদ হোসেন (২২) নামে এক মোটরসাইকেলের চালক মৃত্যু হয়েছে।
১২ মে, রবিবার দুপুর ১২টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের কান্দিভিটুয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।মো. রিয়াদ হোসেন (২২) শহরের রামাইগাছি এলাকার মো. শরিফ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলে করে রিয়াদ নাটোর-রাজশাহী মহাসড়ক পথ দিয়ে হরিশপুরের দিকে যাচ্ছিলেন। এসময় মোবাইল ফোনে কথা বলতে বলতে মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এসময় শহরের কান্দিভিটুয়া বটতলা মোড় এলাকায় এক ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
ওসি মিজানুর রহমান বলেন, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।