অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মন-এর মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক

অনলাইন ডেস্ক :

 

ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মন-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

 

৫ জুন, বুধবার এক শোকবার্তায় উপাচার্য বলেন, ড. ডালেম চন্দ্র বর্মন ছিলেন দেশের একজন প্রথিতযশা শিক্ষক, গবেষক। তিনি শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। অসাম্প্রদায়িক, উদার ও মানবিক মূল্যবোধসম্পন্ন এই গুণী শিক্ষক বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা সবসময় ধারণ করতেন। জনপ্রিয় এই শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে দীর্ঘকাল শিক্ষকতা করেছেন। তিনি আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। দেশে রাষ্ট্রবিজ্ঞান বিশেষ করে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন শিক্ষার প্রসার ও গবেষণায় এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য এই খ্যাতিমান শিক্ষক স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য শোক বার্তায় উল্লেখ করেন।

 

উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান প্রয়াত অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মন-এর আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

উল্লেখ্য, অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মন ৫ জুন, বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *