

অনলাইন ডেস্ক :
লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে মঙ্গলবার। বুধবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন মোদি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন।
এর আগে শোনা গিয়েছিল, আগামী রবিবার অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তেলুগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু। তার আগের দিন শপথ নেওয়ার কথা ছিল মোদির। এখন সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, রবিবার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মোদি।পরিবর্তিত পরিস্থিতিতে ১২ জুন চন্দ্রবাবু শপথ নিতে পারেন।
এ ছাড়া বিজেপির সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল, ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক।
এনডিএ শরিকদের ভরসায় সরকার গড়তে হবে মোদিকে। এই পরিস্থিতিতে কোনো একটি শরিক দলও যদি বেঁকে বসে, তবে সমীকরণ বদলে যেতে পারে। অনেকের মতে, সে কারণেই বেশি সময় নিতে চাইছেন না মোদি। চলতি সপ্তাহেই শপথগ্রহণের অনুষ্ঠান হতে চলেছে। লোকসভা নির্বাচনের ফলাফলের পর্যালোচনা করতে বুধবার বৈঠকে বসেন মোদি। সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক শুরু হয়। এটিই ছিল দ্বিতীয় মোদি সরকারের মন্ত্রী পরিষদের শেষ বৈঠক। সেখানেই শপথগ্রহণের দিনক্ষণ নির্ধারিত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছিল। বৃহস্পতিবার যদিও শপথের দিন বদলের খবর প্রকাশ্যে এলো।