বাজেট ২০২৪-২৫ : সঞ্চয়পত্রে বিনিয়োগের সুযোগ কমল

অনলাইন ডেস্ক :

 

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্র বিক্রি করে সরকার ১৫ হাজার ৪০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ঠিক করেছে। যা চলতি অর্থবছরের চেয়ে ২ হাজার ৬০০ কোটি টাকা কম। চলতি অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে ১৮ হাজার কোটি টাকা।

 

বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপিস্থিতিতে ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনকালে সরকারের ব্যাংক ঋণের এ প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

 

সরকার ঘাটতি বাজেট পূরণের লক্ষ্যে অভ্যন্তরীণ খাত হিসেবে সঞ্চয়পত্র বিক্রি করে অর্থ সংগ্রহ করে থাকে। গত কয়েক বছরে ধরে সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে নানা শর্ত ও কড়াকড়ি আরোপ করার কারণে সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিবর্তে আগের সঞ্চয়পত্র বিক্রি করে টাকা তুলে নিয়ে গেছেন অনেকে।

 

এরই ধারাবাহিকতায় চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) সঞ্চয়পত্রের নিট বিক্রির ঋণাত্মক পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৮৯২ কোটি টাকা। অর্থাৎ সঞ্চয়পত্র ক্রয়ের পরবির্তে আগের বিনিয়োগ তুলে নেওয়া হয়েছে। আগামী অর্থবছরের বাজেটে নতুন করে সঞ্চয়পত্র বিক্রিই কমিয়ে দেওয়া হলো।

 

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর উত্থাপিত প্রস্তাবিত বাজেটের আকার সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ প্রতিপাদ্যে এই বাজেট বিদায়ী ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটের তুলনায় ৪ দশমিক ৬০ শতাংশ বেশি। টাকার অংকে ৩৫ হাজার ২১৫ কোটি টাকা বেশি। বিদায়ী অর্থবছরের বাজেটের আকার সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *