Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বাজেট ২০২৪-২৫ : দুটির বেশি মোবাইল আনতে পারবেন না বিদেশ ফেরতরা

অনলাইন ডেস্ক :

 

২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপনের আর কয়েক ঘণ্টা বাকি। বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। টানা চতুর্থ মেয়াদে গঠিত বর্তমান সরকার ও দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট এটি। দেশের ইতিহাসে এটিই হবে সব থেকে বড় আকারের বাজেট।

 

এবারের বাজেটের পর থেকে একজন প্রবাসী বা বিদেশ ফেরৎ ব্যক্তিরা তার ব্যবহৃত সর্বোচ্চ দুটি মোবাইল ফোন শুল্ককর পরিশোধ ছাড়া আনতে পারবেন। এর বাইরে একটি মোবাইল ফোন শুল্ক পরিশোধ সাপেক্ষে আনতে পারবেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

 

এক্ষেত্রে ৩০ হাজার টাকা দামের মোবাইলের জন্য পাঁচ হাজার টাকা, ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা দামের মোবাইলের জন্য ১০ হাজার টাকা এবং ৬০ হাজার টাকা বেশি দামের মোবাইলের জন্য ২৫ হাজার টাকা শুল্ক দিতে হবে।

 

এছাড়াও ২৪ ক্যারেটের স্বর্ণালংকার আনার সুযোগ বন্ধ হতে পারে। তবে ২২ ক্যারেট বা তার নিচের ক্যারেটের স্বর্ণালংকার ১০০ গ্রাম আনা যাবে।

 

অন্যদিকে ১২ বছরের কম বয়সীরা ব্যাগেজ সুবিধায় স্বর্ণালংকার, সোনার বার, মদ-সিগারেট আনতে পারবে না। এছাড়া যাত্রীর সঙ্গে আনা হয়নি এমন ব্যাগেজ (ইউ-ব্যাগেজ) শুল্কছাড় সুবিধা পাবে না।

 

এ ধরনের ব্যাগেজে আনা পণ্যভেদে শুল্ককর পরিশোধ করতে হবে।

Exit mobile version