কুষ্টিয়ার দৌলতপুরে টাস্ক ফোর্সের অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ

দৌলতপুর  (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে টাস্ক ফোর্সের অভিযানে প্রায় ৪ লক্ষ টাকার ভারতীয় প্রসাধনী (কসমেটিক্স) পণ্য জব্দ করা হয়েছে।

 

১১ জুন, মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার চিলমারী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

৪৭ বিজিবি ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এবং ৪৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক (এডি) মোহা. জাকিরুল ইসলাম। এসময় দৌলতপুর থানার এস আই এবারতসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

 

টাস্ক ফোর্সের অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, মঙ্গলবার দুপুরে দৌলতপুর উপজেলার সীমান্ত সংলগ্ন বাংলাবাজার এলাকার বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসময় চোরা পথে ভারত থেকে আসা ৩ লক্ষ ৯১ হাজার ৩৪৫ টাকার বিভিন্ন প্রকার ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ করা হয়।

 

তবে এ ঘটনায় কেউ আটক বা গ্রেফতার হয়নি। জব্দকৃত ভারতীয় পণ্য সংশ্লিষ্ট দপ্তরে জমা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *