কুষ্টিয়ার খোকসায় পা পিছলে নদীতে পড়ে স্কুলছাত্র নিখোঁজ

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদীর চরে বেড়াতে গিয়ে পা পিছলে পড়ে আমান হাসান (১৪) নামে স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার (১০ জুন) সকাল ১০টার দিকে জানিপুর ঘাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমান হাসান জানিপুর ইউনিয়নের একতারপুর গ্রামের শামীম হাসানের ছেলে। সে খোকসার জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

 

নিখোঁজের খবর পেয়ে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান চালাচ্ছেন।

 

নিখোঁজ আমান হাসানের আত্মীয় সাবুব আলম জানান, সকাল ১০টার দিকে জানিপুর ঘাট সংলগ্ন এলাকায় গড়াই নদীর চরে তারা আট সহপাঠী বেড়াতে যায়। সেখানে পাড় রক্ষা বাঁধের ব্লকে দাঁড়িয়ে থাকা অবস্থায় আমান পা পিছলে পানিতে পড়ে যায়। বন্ধুদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

খবর পেয়ে স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে সন্ধান শুরু করেন।খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, নিখোঁজ ছাত্রকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।

 

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ বলেন, পুলিশের পক্ষ থেকে উদ্ধার অভিযানের তদারকি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *