ঈদের দিন বৃষ্টির আভাস থাকবে ভ্যাপসা গরম : আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক :

 

পবিত্র ঈদুল আজহার দিনটিতে আগামীকাল সোমবার দেশের অধিকাংশ জায়গায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। সেই সঙ্গে অনেক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

১৬ জুন, রবিবার সন্ধ্যায় সর্বশেষ আবহাওয়া পূর্বাভাসে একথা জানা গেছে।আষাঢ় মাস শুরু হয়েছে, তবে মেঘের গর্জন ও ঘনঘোর বর্ষণ এখনও নেই। বরং দেশের অনেক জায়গায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।বাতাসে জলীয়বাষ্প অত্যধিক পরিমাণে থাকায় ভ্যাপসা গরমে-ঘামে অনেক জায়গায় নাকাল অবস্থা।

 

আবহাওয়া বিভাগ বলছে, বর্ষার বাহক মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়।ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে—এমন প্রশ্নে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা তিনটি ভিন্ন অবস্থার কথা বলছেন। ওই দিন তিন বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে। আবার কোনো কোনো স্থানে তাপপ্রবাহের সম্ভাবনাও আছে।

 

রবিবার সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে উত্তর জনপদের কুড়িগ্রামে ১৫১ মিলিমিটার। এসময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে। যখন যেখানে বৃষ্টিপাত হচ্ছে সেখানে গরমের তীব্রতা কমছে। তবে খুলনা, বরিশাল, ঢাকা ও রাজশাহী বিভাগে তেমন বৃষ্টিপাত হয়নি। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ৩৫.৫ এবং সর্বনি¤œ ২৯.৫ ডিগ্রি সে.। ঢাকায় গতকাল বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সকালে ৮৭ শতাংশ এবং সন্ধ্যায় ৭৬ শতাংশ, যা অস্বাভাবিক বেশি।ভ্যাপসা গরমের সঙ্গে রাতের ‘সর্বনিম্ন’ তাপমাত্রাও অনেক জায়গায় ২৭ থেকে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠে গেছে। এর ফলে গরমে-ঘামে দিনে-রাতে নেই স্বস্তি।

 

আগামীকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

 

গোপালগঞ্জ, পাবনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মাগুরা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরমে অস্বস্তিভাব বিরাজমান থাকবে।

 

আগামী মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়; রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকবে।

 

আবহাওয়া বিভাগ জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *