কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ভবানী দাস (৪০) নামে এক কৃষককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পিয়াপুর ইউনিয়নের পিয়ারপুর দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে লাশ উদ্ধার করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান জানান, রোববার রাতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিবেশী সুমা দাস ও জিতেন দাসের সঙ্গে ভবানী দাসের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুমা দাস ও জিতেন দাস ক্ষুব্ধ হয়ে ভবানী দাসকে ধাক্কা দেয়। ওই সময় মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারান ভবানী দাস। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা কিনা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
Posted in সমগ্র জেলা
কুষ্টিয়ায় কৃষককে হত্যা
September 9, 2019