কোপা আমেরিকা : ব্রাজিল আর্জেন্টিনার গ্রুপপর্বের ম্যাচ

অনলাইন ডেস্ক :

 

শুরু হচ্ছে লাতিন আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা। অন্যদিকে চলছে ইউরোর লড়াই। দুই আকর্ষণীয় টুর্নামেন্টের সময় মেলাতেই ব্যস্ত ফুটবল ভক্তরা। 

 

২১ জুন বাংলাদেশ সময় ভোর ৬টায় এবারের কোপা আমেরিকার পর্দা ‍উঠবে। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ কানাডা।

 

এবারের আসরে অংশ নিচ্ছে ১৬টি দল। কনমেবল থেকে দশটি, কনকাকাফ থেকে ছয়টি। প্রথম রাউন্ডে তারা চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এরপর একে একে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল।

 

গ্রুপ পর্বের তারিখ সময় ও ম্যাচ ভেন্যু

২১ জুন সকাল ৬টা আর্জেন্টিনা-কানাডা আটলান্টা
২২ জুন সকাল ৬টা পেরু-চিলি আর্লিংটন
২৩ জুন ভোর ৪টা ইকুয়েডর-ভেনেজুয়েলা সান্তা ক্লারা
২৩ জুন সকাল ৭টা মেক্সিকো-জ্যামাইকা হিউস্টন
২৪ জুন ভোর ৪টা যুক্তরাষ্ট্র-বলিভিয়া আর্লিংটন
২৪ জুন সকাল ৭টা উরুগুয়ে-পানামা মায়ামি গার্ডেন্স
২৫ জুন  ভোর ৪টা কলম্বিয়া-প্যারাগুয়ে হিউস্টন
২৫ জুন সকাল ৭টা ব্রাজিল-কোস্টারিকা ইঙ্গেলউড
২৬ জুন ভোর ৪টা পেরু-কানাডা কানসাস সিটি
২৬ জুন সকাল ৭টা আর্জেন্টিনা-চিলি ইস্ট রাদারফোর্ড
২৭ জুন ভোর ৪টা ইকুয়েডর-জ্যামাইকা লাস ভেগাস
২৭ জুন সকাল ৭টা  ভেনেজুয়েলা-মেক্সিকো ইঙ্গেলউড
২৮ জুন ভোর ৪টা পানামা-যুক্তরাষ্ট্র আটলান্টা
২৮ জুন সকাল ৭টা উরুগুয়ে-বলিভিয়া ইস্ট রাদারফোর্ড
২৯ জুন ভোর ৪টা কলম্বিয়া-কোস্টারিকা গ্লেনডেল
২৯ জুন সকাল ৭টা ব্রাজিল-প্যারাগুয়ে লাস ভেগাস
৩০ জুন সকাল ৬টা আর্জেন্টিনা-পেরু মায়ামি গার্ডেন্স
৩০ জুন সকাল ৬টা কানাডা-চিলি অরল্যান্ডো
১ জুলাই সকাল ৬টা মেক্সিকো-ইকুয়েডর গ্লেনডেল
১ জুলাই সকাল ৬টা জ্যামাইকা-ভেনেজুয়েলা অস্টিন
২ জুলাই সকাল ৭টা বলিভিয়া-পানামা অরল্যান্ডো
২ জুলাই সকাল ৭টা যুক্তরাষ্ট্র-উরুগুয়ে কানসাস সিটি
৩ জুলাই সকাল ৭টা ব্রাজিল-কলম্বিয়া সান্তা ক্লারা
৩ জুলাই সকাল ৭টা কোস্টারিকা-প্যারাগুয়ে অস্টিন

নক আউট আর সেমির ধাপ পেরিয়ে ১৫ জুলাই সকাল ৬টায় মায়ামি গার্ডেন্সের ফাইনালের মধ্য দিয়ে এই আসরের পর্দা নামবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *