অনলাইন ডেস্ক :
আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত 'পুষ্পা ২: দ্য রুল' চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা। 'পুষ্পা: দ্য রাইজ' বক্সঅফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছিল। গানগুলোও জায়গা করে নেয় দর্শক হৃদয়ে।
তবে 'পুষ্পা ২' সিনেমার মুক্তির দিন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এ বছরের ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। তবে সেই তারিখ আর থাকছে না।
অবশেষে নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটির মুক্তির তারিখ পেছানো হয়েছে। তাদের তথ্য অনুযায়ী, এ বছরের ১৫ আগস্টের পরিবর্তে আগামী ৬ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে। আল্লু অর্জুন ইনস্টাগ্রামে এ তথ্য পোস্ট করেছেন। মুক্তির তারিখ জানানোর পাশাপাশি পুষ্পার একটি নতুন লুক দেখা গেছে।
ইনস্টাগ্রামে আল্লু অর্জুন লিখেছেন, '২০২৪ সালের ৬ ডিসেম্বর থেকে সিনেমা হলে দেখা যাবে 'পুষ্পা ২: দ্য রুল'।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.