৩ বিভাগের বৃষ্টি, আছে সতর্কবার্তাও

অনলাইন ডেস্ক :

 

উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিন বিভাগ রংপুর, ময়মনসিংহ ও সিলেটে সহসায় কমছে না বৃষ্টি। এ ছাড়া অন্য বিভাগগুলোতে আগামী শনিবার থেকে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের আবহাওয়াবিদরা।

 

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল শুক্রবারও দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে কোথাও কোথাও।

 

এদিকে দেশের তিন সমুদ্র বন্দর ও কক্সবাজারকে ৩ নম্বর সতর্কসংকত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ভারি বর্ষণের সম্ভাবনা থাকায় থাকায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে পাহাড়ধসের সতর্কতাও বহাল রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, আজ দেশে বৃষ্টিপাতের এলাকা বেড়েছে। আগামিকালও (আজ) মোটামুটি একইরকম বৃষ্টি থাকতে পারে সারা দেশে।

এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ী এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।
আগামী শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। পরদিন রবিবার সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায়; রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
জানতে চাইলে আবহাওয়াবিদ বলেন, শনিবার থেকে আবার বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিন বিভাগ রংপুর, ময়মনসিংহ ও সিলেটে তেমন একটা পরিবর্তন হবে না। বাকি বিভাগগুলোতে বৃষ্টিপাতের এলাকা কমতে পারে। বৃষ্টিপাত কমে রাজশাহী ও খুলনা বিভাগের কিছু অংশে আবার তাপপ্রবাহ ফিরে আসতে পারে। চলতি মাসের শেষের দিকে আবার বৃষ্টি বাড়তে পারে।

 

 দেশের বেশিরভাগ অঞ্চলেই বৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ৪৯ জেলায় হালকা থেকে অতি ভারি বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৩৪ মিলিমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *