

অনলাইন ডেস্ক :
‘সুলতান’এবং ‘মাজার’ এর মতো শব্দগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে।
সম্প্রতি এইচআরডব্লিউ এবং নরওয়ে ভিত্তিক উইঘুর হেজেল্প সংস্থার একদল গবেষক জাতীয় পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট অনুযায়ী গত ১৪ বছরের চীনের গ্রামেগুলোর নাম নিয়ে গবেষণা করেছে। এ সময় তারা লক্ষ্য করেছে, চীনা সংস্কৃতিতে সংখ্যালঘু উইঘুর জনসংখ্যাকে আত্তীকরণ করার প্রয়াসে জিনজিয়াংয়ের সমাজে আমূল পরিবর্তন এনেছে চীনা সরকার। তারা দেখেছেন, এই সময়ে জিনজিয়াংয়ের ২৫ হাজার গ্রামের মধ্যে ৩ হাজার ৬০০টির নাম পরিবর্তন করা হয়েছে।
তিনি আরো বলেছেন, ‘এই নাম পরিবর্তন উইঘুরদের সাংস্কৃতিক ও ধর্মীয় অভিব্যক্তি মুছে ফেলার জন্য চীনা সরকারের প্রচেষ্টার অংশ বলে মনে হচ্ছে।’ গবেষণাটি গত বছর প্রকাশিত একটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে করা হয়েছে যেখানে, এইচআরডব্লিউ চীনা রাষ্ট্রকে চীনে ইসলামের অনুশীলনকে রোধ করার প্রচেষ্টায় মসজিদ বন্ধ, ধ্বংস এবং পুনর্নির্মাণের জন্য অভিযুক্ত করেছে।
চীনে প্রায় ২০ মিলিয়ন উইঘুর জনগোষ্ঠী আছে। চীনের বেশিরভাগ উইগুর মুসলমানরা দেশটির উত্তর-পশ্চিমে জিনজিয়াং, কিংহাই, গানসু এবং নিংজিয়া অঞ্চলে বাস করে।
সূত্র : বিবিসি, রয়টার্স