ঈদে অতিরিক্ত খাবার খেয়ে ১২০০ মানুষ হাসপাতালে

অনলাইন ডেস্ক :

 

ঈদুল আজহার ছুটিতে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে অতিরিক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেক মানুষ। যাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২০০ জন।

 

মঙ্গলবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

 

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পেশোয়ারে পাকস্থলী ও অন্ত্রের রোগে ৬১০ জন, পাঞ্জাবে ১৮০ জন ও লাহোরে ২৩০ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

 

দেশটির লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম জানান, বেশিরভাগই অতিরিক্ত খাবার এবং মাংস খেয়ে আক্রান্ত হয়েছেন।
এ দিকে ঈদের সময় পরিমাণমত গোস্ত খেতে এবং অতিরিক্ত খাবার না খেতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *