

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পেশোয়ারে পাকস্থলী ও অন্ত্রের রোগে ৬১০ জন, পাঞ্জাবে ১৮০ জন ও লাহোরে ২৩০ জন রোগী চিকিৎসা নিয়েছেন।
দেশটির লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম জানান, বেশিরভাগই অতিরিক্ত খাবার এবং মাংস খেয়ে আক্রান্ত হয়েছেন।