কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চামড়া পাচার রোধে বিজিবির টহল জোরদার

দৌলতপুর  (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পশু কোরবানির পর জাতীয় সম্পদ পশুর চামড়া দেশেই রাখার উদ্দেশ্যে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার রোধে সতর্ক অবস্থা জারি করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

 

দৌলতপুর সীমান্তে এ সতর্ক অবস্থা জারি করা হয়। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি দৌলতপুর সীমান্তে বিজিবি’র সতর্কাবস্থা জারি করার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি জানান, সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার রোধে বিজিবিকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

 

বিভিন্ন সীমান্ত পয়েন্টে বিজিবি পোস্টে কড়া নজরদারি রাখা হয়েছে। বিশেষ করে রাতে টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

 

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে চামড়ার বাজার মূল্য কম হওয়ায় তুলনামূলকভাবে ভারতে বেশি হওয়ার কারণে তা পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যে সীমান্তে কড়া নজরদারি ও বিজিবি’র টহল জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *