Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী আব্দুল জলিলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কুষ্টিয়া প্রতিনিধি :

 

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বৃহত্তর কুষ্টিয়ায় স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

 

সোমবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়া শহরের কুটিপাড়াস্থ মডেল মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে তাকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এ সময় কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল উপস্থিত ছিলেন।

 

গার্ড অব অর্নার শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বীর মুক্তিযোদ্ধাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। পরে জানাজা শেষে কুষ্টিয়া পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

এর আগে, সোমবার ভোর ৪টার দিকে নিজ বাড়িতে মারা যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল।

Exit mobile version