চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

 

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রাজ নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সজীব নামের এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

 

১৮ জুন, মঙ্গলবার বিকেল ৫ টার দিকে সদর উপজেলার বোয়ালমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত রাজ চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি এলাকার মজনু মিয়ার ছেলে। আহত সজীব একই এলাকার আবুল কালামের ছেলে।

 

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, রাজ ও সজীব বিকেলে মোটরসাইকেল নিয়ে কমলাপুর পিটিআই মোড় থেকে বাড়ি ফিরছিলেন। বোয়ালমারী গ্রামের পুরাতন মসজিদের কাছে পৌঁছালে রয়েল এক্সপ্রেস নামক একটি বাসের সাথে মুখোমুখি ধাক্কা লাগে।

 

এতে মোটরসাইকেলে থাকা দুজনই গুরুতর আহত হন। আহত দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাজকে মৃত ঘোষণা করেন। এ দূর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *