চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রাজ নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সজীব নামের এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
১৮ জুন, মঙ্গলবার বিকেল ৫ টার দিকে সদর উপজেলার বোয়ালমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাজ চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি এলাকার মজনু মিয়ার ছেলে। আহত সজীব একই এলাকার আবুল কালামের ছেলে।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, রাজ ও সজীব বিকেলে মোটরসাইকেল নিয়ে কমলাপুর পিটিআই মোড় থেকে বাড়ি ফিরছিলেন। বোয়ালমারী গ্রামের পুরাতন মসজিদের কাছে পৌঁছালে রয়েল এক্সপ্রেস নামক একটি বাসের সাথে মুখোমুখি ধাক্কা লাগে।
এতে মোটরসাইকেলে থাকা দুজনই গুরুতর আহত হন। আহত দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাজকে মৃত ঘোষণা করেন। এ দূর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.